পৃথিবীর বুকে যত ব্যস্ত পদচারণা
হঠাৎ করেই থমকে যাবে একদিন
ক্ষমতা , পেশী শক্তি, মায়া-মমতা
দৃষ্টিও আমার হয়ে যাবে ক্ষীণ ।


হাওয়াতেই হয়তো মিলিয়ে যাবে
বজ্র কন্ঠ , প্রতিবাদী ভাষা
শত সংগ্রাম মিলিয়ে যাবে কোনদিন
থাকবে পড়ে শুধু অপূর্ণ আশা ।


যক্ষের ধন যত করছি ধারণ
মান-সম্মান , প্রতিপত্তি
সবই পড়ে রবে অবহেলিত
একদিন হাত ছাড়া হবে সত্যি ।


আজও আমার শতবর্ষের পরিকল্পনা
ঘুরপাক খায় নিত্য- নিয়ত
জীবনের সব সুখ অজর্নে ব্রত
যদিও চলে যাবার তত্ত্ব নির্ধারিত !!