অবহেলার রাত আর নয়, আর নয় কোনো দুষ্টামি
সবাই রাতে ঘুমিয়ে গেলেও দেখছেন অন্তর্যামী
আমল দিয়ে জিকির দিয়ে সাজাও রাতগুলো
কোরআনেরই স্পর্শ নিয়ে বাড়াও ঈমানের আলো।


মূল্যবান এই রাতগুলোতে মশগুল হও এবাদতে
রাতের ছোট্ট আমল গুলোই গড়ে উঠুক আদতে
এমনি করেই যদি রাত্রিটা  কাটে ভালো কাজে
আখেরাতের বিচারেতে পড়বে না সে লাজে।


নবী দিছেন আগাম বাণী, সাথে কড়া হুঁশিয়ারী
ঈশার পরে মুমিনরা সবে ঘুমাবে তাড়িতাড়ি
আড্ডা দিয়ে বদ-আমলের না হয় যেন চালাচালি
মধ্য রাতের আমলই হলো সবচেয়ে শক্তিশালী ।


ঈশার পরে নিদ্রা যদি না’ইবা চোখে আসে
যিকির করো নামাজ পরো কোরআন রাখো পাশে
কারো কারো রাতটি হয়, বদ আমলের খোরাক
তোমার রাতের আমল গুলো গোপন হয়ে’ই থাক।


দিনগুলো ভাই হোক না তোমার, পরিবারের জন্য
দিনের বেলায় তাদের জন্য নিয়ে আসো অন্ন
রাতটা রাখো একান্তই তোমার প্রভুর জন্য
রাতের গোপন পুণ্যই তোমায়, করবে জেনো ধন্য।


অলস আমি, কর্ম বিমুখ, আরামটাই শুধু বুঝি
ভুলটা হলে শয়তানেরই কারসাজিটা খুজিঁ
খুব সহজেই দোষটা চাপাই শয়তানেরই উপর
রইলাম আমি ধোঁয়া তুলসি-পাতা, সারা জীবনভর।


অন্যের উপর দোষ চাপিয়ে, পাড় পাবো কি ভাই
ভালোই জানি, নাফস যে আমার মোটেও কাবু নাই
চলো সবাই শপথ করি, এ ভাবে আর হেলাফেলা নয়
ভালো করে তাওবা করে, মুমিন হবার দিই পরিচয়।