আমার বাংলা মায়ের গ্রামের কথা বলি
স্নিগ্ধ সবুজের মাঠ , পাখির কলকাকলি
মায়ায় ভরা ছায়ায় ঘেরা কৃষ্ণচূড়ার সারি
ঐ মেঠো পথে মনের সুখে চলে পথচারী।


ঘন সবুজের সমারোহে যে দিকেই চাই
পরিতৃপ্তির এক পরম আনন্দ খুঁজে পাই
এ যেন ক্যানভাসের বুকে আঁকা কোনো ছবি
ক্যানভাস ভেদ করে প্রত্যহ উঠে প্রভাতের রবি।


সহজ সরল জীবন সেথায় আজও  চলমান
পাড়ায় পাড়ায় যেন শান্তির বার্তা বহমান
গলাগলি করে মনের সুখে কৃষকেরা গান গায়
ব্যস্ত দিন মাঠে কেটে যায় তাদের একই ধারায়।


শহরের জীবন যেন আমার যন্ত্রের মতন
শুরুটা আছে জানা,কে জানে শেষটা কখন
পাশাপাশি থেকেও সবার অচেনা আজীবন
ব্যস্ততার আড়ালে লুকিয়ে রাখি বিষন্ন মন।