তুমি কি দেখেছো ঐ রাতের মহাকাশ
কত তারারা নিয়েছে ঠাঁই তার বক্ষে
তুমি কি দেখেছো ঐ নীলাকাশ
যার নীলাভ্র নীলে মন ছুঁয়ে যায় অলক্ষ্যে
           - আমি ঐ মহাকাশের মতই বড় হতে চাই
           - সেখানে ধনী-গরীব সকলেই যেন পায় ঠাঁই ।


তুমি কি দেখেছো ঐ মহা-সাগর
কত যে তার বিশালতা
যার জলরাশি প্রাণেতে আনে মুগ্ধতা
ঢেউের পরে ঢেউ এসে ভেঙ্গে যায় নীরবতা
            - আমি সাগরের বিশালতা চাই
            - যেখানে কোন সংকীর্ণতা নাই ।


তুমি কি দেখেছো মুষল ধারায় বৃষ্টি
তুমি কি শুনেছো তার রিনি-ঝিনি
এত সুন্দর ছন্দ অন্য কিছুতে শুনিনি
যার স্নিগ্ধতায় মৃত-প্রায় সব পায় জীবনী
           - তাই আমি বৃষ্টির স্নিগ্ধতা চাই
           - যার মাঝে কোন পংঙ্কিলতা নাই ।


সব মানুষ কিন্তু মানুষ হয়ে বাঁচে না
সবাই পৃথিবীর কাজে আসে না
কর্মের মাঝে নিজেকে দেখতে চাই
তাই মানুষের মতন মানুষ হতে চাই ।