চলোরে ভাই, মিলে সবাই চলে যাই জামাতে
থাকবো সবাই একই সাথে দ্বীন শেখার নিয়তে
জীবনটাও রাঙাবো সেথায় আমার নবীর সুন্নাতে
ঈমানটাও বাড়বে সবার,একটুখানি কোরবানীতে ।


নবী তো রেখে গেছেন, সবচেয়ে দামী দাওয়াতী কাজ
ভালবেসে আবার হেসে,ঐ কাজেরই হাল ধরো আজ
ধনী গরীব সবাই আমরা ‘লা ইলাহা’র মোহতাজ
নবীওয়ালা কাজেই পাবো আখিরাতে নূরের তাজ।


নবীওয়ালা কাজে কেনো, আমার যত উদাসীনতা
জামাতে যাবার সময় হলেই, বাড়ে কেবল ব্যস্ততা
সব কাজেতেই পারদর্শী, শুধু দাওয়াতী কাজে অলসতা
এ ভাবেই বাড়ছে জানি ঈমানের-আমলের দূর্বলতা ।


আমিই শুধু পিছিয়ে পড়ি, হাজারো পদের বাহানায়
পরিবারকে রেখে যাওয়াটা, ভাবায় যত ভাবনায়

পরিবারকে দেখাশুনাও যে লেখা হবে আমলনামায়
এই না ভেবে যাই না কোথাও, লাগাম দেই ইচ্ছেটায়।


এমনি করে দিন চলে যায়, নবীর কাজে বাড়ে দায়
দাওয়াতের অবহেলায়, পরিবার গুলোও হারিয়ে যায়
সন্তানেরা যখন দ্বীন হারায়, তখন কেবল হায় হায়
শেষ বয়সে মা-বাবাও , হয়ে যায় নিরুপায় ।


সময় থাকতে নবীর কাজের, দাম দিও বুঝে শুনে
দাওয়াতী কাজে লেগে থাকো জীবনের প্রয়োজনে
নইলে পরে বাতিলের চক্করেতে ঈমানেতে ধরবে ঘুনে
সুন্নাতের অবহেলায় ক্ষতি যা হবার হবে দোজাহানেই ।