আমার জীবন একটাই। আগে ও পরে
পূর্বসূরী ও উত্তরসূরী ছাড়া অন্য কিছু নাই।
এই একটাই জীবন তোমার সাথে চাই।


ভাবনার বেড়াজালে রোজ আমি তুমি
ও তুমি আমি হয়ে যাই। এও এক ফ্যান্টাসি।
আমার কাছে জীবনতো তা-ই, এ ছাড়া আর কী?


যেমন ধরো এ প্রকৃতি, তার জন্য আমি আমরা
আবার আমাদের জন্যই সে। আবার আমরা ও সে
সমগ্র মিলেই প্রকৃতি। এসবেরই কাজ কি?
আদো জানা হয়নি। ভাবি।
তাহলে কি উদ্দেশ্যহীন এক যাত্রা?
নাকি এমন কিছু... আরো বড় কিছু
দারুণ কোন ফ্যান্টাসিকে তাড়া করা? ভাবি।
ভাবতে ভাবতে যখন ক্লান্ত, কিছুই খুঁজে পাইনি
তখন আবার ফিরে আসি, আশ্রয় খুঁজি
তোমার কাছে।


ভাবনার বেড়াজালে ধূসর হয়ে বরাবরই
ফিরে আসি, তোমার কাছে।


একটাই জীবন আমার, চাই তোমার সাথে।