প্রকাশ্যে হাগিলো নিতাই
দেখিয়াও অনেকে দেখেনাই ।
উঁকি দিয়ে বলে যায় গজাই
নাই, এতে অত গন্ধতো নাই !
চরম শান্তি নিয়া নিতাই
গোয়া মুছে দূর্বায়,
জগৎ প্রিয় বন্ধু গজাই
থাকি তার অপেক্ষায় ।
অতঃপর গোয়া গর্জাইলো গজাই
ত্রিসীমানায় যাবার ফুরসৎ নাই ।
ছুটে এলো হাদাই-ভোদাই-নিতাই
নাই নাই, গজাইর ঘু -এ গন্ধ নাই ।


কর্ম শেষে সবার ঠিকই সাবান-পানি লাগে
ওরে গজাই প্রিয় কথায় গন্ধকি আর ঢাকে !
সুস্থ-সবল থাকতে সবাই নিয়ম মেনে হাগে
না ছড়াইতে অসুখবিসুখ গর্ত খোঁড়া লাগে ।