আমরা, যারা গৃহে পালিত হয়ে বাঁচি—
বিপ্লবের কথা ভাবি, চিৎকার করি, মুর্ছা যাই ।
জ্ঞ্যান ফিরতেই শরীরে উদর অনুভূত হয়,
গামলা ভরা ভুষি-ছিটানো খড় খেয়ে
দুয়ারে বসে জাবর কাটি আর ভাবি-
একদিন সমগ্র শস্য-ভূমি ছিনিয়ে নিবো ! অতঃপর
কায়ুর বাঁধা বলদটাকেও মুক্ত করবো, বলবো-
‘নে, প্রাণ ভরে খা, এ ভূমি আমাদেরও’ ।