বেকার; কোন আকার নেই
কেউ 'এ'-কার দেয় কেউ 'আ'-কার ।
তরল সহজলভ্য হলে যে যার মন-বাসনার পাত্রে
জমিয়ে সাকারের তাগিদ অনুভব করে;
শখে কিংবা স্বার্থে ।
জোর তাগিদে ভুলে যায় তরল-উৎস
ফুলে ফেঁপে উঠলে তাবৎ ধ্বংস ।