ইস্কুল-যাওয়া রাত
আমি আর জানালা জানে—
আরো এক ঘর
কেন আলো জ্বালে?
রাত বাড়ে পুরনো মেঘে;
আকাশের জোৎস্না
পাহাড় বাড়ছে একেলা।
একই সময় পোড়া গন্ধ; জন্মান্ধের আলো
সময়ের হিসেবকষে রাতকে অঙ্ক মানো।