সেইদিন স্যাটেলাইট বার্তা দিলো
আমরাও মেনে নিলাম
পদার্থবিদ্যার উন্নয়ন
আজ জালিমের হাতিয়ার
একগাদা মিথ্যাচার,
অভিনয় কান্নার,
প্রতিফল শয়তানি চিন্তার।
বিজয়ীরা ইতিহাস লিখে যায়
পরাজিতের ইতিহাস লিখা হয়
পরে হলেও হয় সত্যের বিজয়।
পাশের বাড়ির বার্তা ছড়ালো
আদম সন্তান জন্মেছে গাভীর উদরে হতে
মানুষের আগমন
তারপর হতাশ হয়ে ফিরে যায়
সত্যের জয় হয়
মিথ্যাতো হারায়