আর্তনাদ ভরা থাকে চার দেয়ালের মাঝে
কেউ শোনেনা, কেউ ডাকে না মা মা বলে,
ছোট্ট বেলায় কতই আদর পরম যত্নে ঘেরা
হইলে বয়স দায়িত্বটাও আজ নামমাত্র দ্বায় সাড়া।


জন্ম দিলেই হয়না সন্তান মানুষ বানাতে হয় তাকে
সুশিক্ষায় শিক্ষিত না হলে বোঝা হয়ে যায় সমাজে,
কত কষ্ট কত ত্যাগ স্বীকারে আজ তুমি পরিপূর্ণ
কার অবদানে পেয়েছো খ্যাতি ভাবো কি তাকে  কখনো!!


শত সন্তানের জননী হলেও হয়না কারো সুখ
মানুষের মত মানুষ না হলে একটাতেই অমানুষ।


চোখের উপর মোটা পর্দা তবুও সাধ্য হয়না চিনতে
কতশত বাবা ডাক পারি তবুও পাইনি কাউকে কাছে,
স্মৃতি টুকু যাচ্ছে ক্ষয়ে, বল পাইনা গায়ে
কিভাবে বোঝাই দুঃসময়ে পাশে চাই আমি সবাইকে।


অবহেলায় কাটছে জীবন জানালার গ্রিল ধরে
কাঁদিতে পারিনা আজ চোখেঁর পানি গেছে শুঁকিয়ে
বাবা মায়ের কষ্ট একদিন তোমরাও বুঝবে
প্রকৃতির এক অবাধ নিয়ম মানতে হয় যে সবাইকে!!


ক্লান্ত শরীর হাজার প্রশ্ন রুখে দেয় মস্তিষ্ক
তবে কি অতি শিক্ষিত হলে মন হয় নিকৃষ্ট
টাকা পয়সা চাইনা আমি (মা) চাইনা দামি গাড়ি বাড়ি
দিনশেষে মোর জন্য একটু সময় হবে কি তোমাদের ই।