মৃদু ঐ বাতাসে গাছের সবুজ পাতাগুলো দোল খায়
দূর থেকে ভেসে আসে ঘুঘু পাখির কুহু কুহু গান গায়,
বাঁশ ঝোপের ধারে বসে যুবক শান্তি কুড়ায়
হাঁসেদের দল নেমেছে পানিতে নিজের আনন্দ লুঠায়।


ধানগুলো পেকে আজ মাটিতে লুটিতে আচ্ছন্ন
গাছ থেকে ধরে পাতা নতুন কুড়ি আসার আমন্তন্ন,
পাখিরা মুক্ত আকাশে উড়ে চলছে নিরবধি
গানের মুচ্ছনায় হারিয়ে যাচ্ছে কষ্টগুলো দেখছি অবনতি।


গাঁয়ের মেয়ে সরু পথ ধরে চলছে তার ঠিকানা
বকেদের দল জোট বেধেছে পথ তাদের অজানা,
দুরন্তপনা বালকরা লুটিয়েছে দেহ পানিতে
ছড়িয়ে ছিটিয়ে উঠছে পানি সবাই মাতোয়ারা সাতারে ।


হাটি হাটি পায়ে চলছে বালিকা মোবাইলে গান বাজিয়ে
ছাগল ছানা গুলো খাচ্ছে খাস নিজের আপন আলয়ে,
বাড়ির কর্তা পাকা বুড়ো বসেছে পুকুরের ঐ ধারে
ভয়ে ভয়ে দুরন্তপনা বালকেরা গেলো যে পালিয়ে।


উঁকি মেরে দেখছে মা সন্তানের কাজকর্ম
সারাদিনে শুধু দৌড় ঝাপ খাবারে নেই কোনো যার আগ্রহ,
রৌদ্রের তাপে অতিষ্ঠ জীবন ছায়ার নেইকো ঠাই
পুকুর ঘেষে  মৃদু বাতাসের সন্ধানে জোট বেঁধেছে সবাই।


আমি অধম দেখছি এতক্ষণ জগতের এই খেলা
লেখা মোর শখ ভাই ভাবতে ভালো লাগে সারাবেলা।
এই প্রকৃতির অপার নিদর্শন নয়ন ভরিয়া দেখি
সৃষ্টিকর্তার অসীম স্রষ্টা রিজিকের মালিক যিনি।