কথার পৃষ্ঠে কথার বুলি
মগজ ধোলাই বিশ কুড়ি,
স্বার্থ রক্ষা র এই দুনিয়ায়
ভালো মানুষের আহামরি।


মুখের কথায় যায় ভেজানো
হাজার কথার শব্দ,
দূর্বলতা কে কাজে লাগিয়ে
স্বার্থ হাসিলে যেন পাণ্ডিত্য।


হরেক রকম মানুষ ঘুরে
এই নগরীর বুকে,
বিনা স্বার্থে কেউ আসবে না
এগিয়ে তোমার পাশে।


কাজের বেলায় বেজায় রসিক
সুমিষ্ট যত আবেগ ভালোবাসা,
কাজ ফুরিয়ে গেলে আসল মানুষ রুপ
দেয় যে লোকচক্ষে ধরা।


তবুও মানুষ স্বপ্ন দেখে
বাঁচার যত আকুতিঁ চেষ্টা
দীর্ঘশ্বাস ফেলে মনে করিয়ে দেয়
ইহাই জীবন ইহাই বাস্তবতা।


সন্ধ্যে হলেই সড়ক বাতির
তীব্র একাকীত্বের রং
হতাশা নিয়েই কাটছে অনেকের
বেকারত্বের নামে জীবন সংগ্রাম।