নগর জুড়ে এখন তীব্র প্রতিযোগিতায় সয়লাভ
মানুষে মানুষে প্রতিদ্বন্দি আক্রোশি মনোভাব
সমাজ চালায় আজ নীতিহীন অর্ধ অসৎ মানুষে
দিনে দিনে দূর্নীতি, রাহাজানি,ধর্ষণ যাচ্ছে শুধু বেড়ে।


কেঁচো খুঁড়তে সাপ বেড়োয় ইঁদুর গর্ত হতে
ধরা পড়লে চোরের লেজ বারো হাত জুড়ে
অধিপতির ব্যর্থতায় ঘেরা তদন্ত তার নাম
সপ্তাহ সপ্তাহ বয়ে গেলেও সমাধান বেসামাল


নৈতিকতা দুমড়ে মুচড়ে আজ নত হচ্ছে শির
অসৎ মানুষে ভরে গেছে পদ বেজায় মুশকিল
মুক্ত বাক্য গলা টিপে ধরেছে হায়েনার যত দল
অধিপতি আজ লুটে পুঁটে তাই রসে টইটম্বুর


মশা মারতে কামানের দামে অর্থ হচ্ছে বাজেয়াপ্ত
কাজের বেলা সরেজমিন আজ নামমাত্র পূর্ণ
যে পাচ্ছে সেই নিচ্ছে হামলে অর্থনীতির টাকা
পরিদর্শকও বেজায় নিম্ন জনগণ নিশ্চুপ হতাশা


দেখার কেউ নাই ভাই সমাজের এই হালচাল
কবে ফিরবে সমাজে বৈষম্য হীন সমাচার
সোনার দেশে চাইনা আমরা কোনো ত্রুটি বিচ্যুতি
সুখে শান্তিতে থাকতে চাই এটাই আকুতি।