সেই কতকাল আগে !
এক শিশু জাগে
শিশু জাগে- কি ছিল নাম তাঁর
কাম কি? নাম দিয়ে তার-
নামে নেই কিছু
কর্ম দিয়েই সবকিছু
নিয়েছিল শপথ এই যে
বাঁচবে সে পরের তরে যে
যেন না হয় কোনো ভুল
যাতে নষ্ট না হয় কোনো ফুল
চায় সে শান্তি
যেন না হয় কোনো কাটান্তি
দরকারে বুনে নিজের বীজ
তৈরি করবে সব চীজ
তবুও হয় যেন দেশের মঙ্গল
না হয় কোনো আতঙ্কের অমঙ্গল
হলে দেশের সাথে ছলনা
সইবে না কোনো রুকবন্দনা
হয়ে যাবে মশাল
জ্বালিয়ে দেবে শত্রুদের সব জাল
পাবে না কোনো ভীতি
এই হলো তাঁর কীর্তি
অবশেষে বলছি,সে হলো মুজিব
বাঙালির শ্রেষ্ঠ জীব।