পড়, পড়, সবাই পড়
কিন্তু মনোযোগ দিয়ে পড়।
বই পড়
বই দিতে পারে মুক্তি
অন্ধকার হতে দূরে সরানোর একমাত্র সরল চুক্তি;
জীবনে যদি থাকে অভাব
তাহলে বই-ই ফেলতে পারে কোনো প্রভাব।
চলার পথে অসাবধানতা
প্রেমের মধ্যে বশ্যতা
স্থিরতার পরিবর্তে চাঞ্চল্যতা
সময়ের সাথে পরিবর্তনের মানসিকতা
বই পড়- খুঁজে পাবে ধারাবাহিকতা
সঠিক পথে চলার করছো সমীক্ষা
এসো,দেখে যাও- বই করছে তোমার জন্যই অপেক্ষা
গাছের নিচে ছায়াতে বসে কি পাবে?
গরমে তাপের উত্তাপ কি বুঝা যাবে!
শমনের অপেক্ষা করতে হবে না,শমন আসবেই
মৃত্যুর অপেক্ষা করতে হবে না, মৃত্যু প্রাণ কেঁড়ে নিবেই
ঠিক তেমনি,বই পড়লে কোনো শংকা নেই
বাস্তব জ্ঞান বাড়বেই।
জীবনে একমাত্র সন্ধি করতে পারবে এর সাথেই
নেই কোনো লোকসানের ভয়, পাবে এতে করেই
সম্মানের সবিনয়।
দেখো- এরপর, তোমার ভাগ্য ঘড়ি কি কয়!