আমি জানি না, যে সে কে!
যদি তুমি জানো, বলো তাহলে-
তবে শুনতে চাই না
তার রূপ লাবণ্যতার বিবরণ,
শুনতে চাই না তার প্রশংসা;
শুধু জানতে চাই তার চরিত্র সম্পর্কে।
চরিত্র সুন্দর হলে পাওয়া যায় মানুষের শ্রদ্ধাঞ্জলি
বিবেক লোপ পেলে বেড়ে যায় হিংসা- লালসা
সৃষ্টি হয় পাপ কর্মের তান্ডবলীলা;
তাই চরিত্রের মাধ্যমেই প্রকাশ পাওয়া যায় মনুষ্যত্বের।
অনুসন্ধান করা যায় মহত্বের
সৎচ্চরিত্রের শীতল ছায়ায় বিকাশ সাধিত হয়
নতুন প্রজম্মের।