হায়! হায়! কে কোথায় যায়
               দোষ করে সকলেই পালায়,
                     দোষ করে আশিটি
                  বলে যে,করিনি কিছুটি।
               যদি হয় দোষের গতি প্রচন্ড
               হয়ে যায় সবকিছু লন্ডভন্ড,
                যদি চলে দোষের গণনা
          সকলেই পেতে পারে চরম যন্ত্রণা,
          দোষের আবির্ভাব কোন কালেতে
      রাতের আঁধারে নাকি দিনের আলোতে,
                   এর সময় জানা নেই
     বিলাসীতা আছে,অথচ বিচক্ষণতা নেই
   তাইতো মনের মধ্যে অশান্তির ক্লান্তি আছে
      কুকর্ম করে বেঁচে থাকার ভ্রান্তি আছে
         মনের জ্বালাতনে,অভাব অনটনে
                   দোষ করে যে জনে
                      সততার প্রহার
           তখনই কেঁড়ে নেয় তার আহার
                       কুকর্মের শিক্ষা
            এটাই তার শুদ্ধতার পরীক্ষা।