খুঁজো খুঁজো, সবাই খুঁজো
লুকোচুরি করো না,
খুঁজে বের করো জ্ঞানকে।
যা পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার,
তাই হলো জ্ঞান।
শক্তিকে যা নিয়ন্ত্রণে রাখতে পারে,
তাই হলো জ্ঞান।
কঠিনকেও যা সহজ করতে পারে,
তাই হলো জ্ঞান।
বিচিত্রকে যা রূপ দিতে পারে,
তাই হলো জ্ঞান।
পন্ডিতের পান্ডিত্যকে যা সম্মান দিতে পারে,
তাই হলো জ্ঞান।
যা নতুন কিছু উদ্ভাবন করতে পারে,
তাই হলো জ্ঞান।
সাধনা ও চর্চার মাধ্যমে যা অর্জন করতে হয়,
তাই হলো জ্ঞান।
যা সময়কেও নিজের অনুকূলে আনার সাধ্য রাখে,
তাই হলো জ্ঞান।
জীবনকে যা বদলে দিতে পারে,
তাই হলো জ্ঞান।
যা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ,
তাই হলো জ্ঞান।
তাই সবাই মিলে করো-
জ্ঞানের সন্ধান।