ফুল ফোটে, ফুল ফোটে
নবজাতক হেসে ওঠে
কাল এসেছে ধরায়
খোদার নিজ পন্থায়;
পড়ে ধরায় যার পায়ের ছাপ
ঘুচে যায় ধরার কষ্ট ছাপ
যেন নেমে এসেছে এক লালপরী
নিয়ে এক জাদুর ছোড়িঁ;
দেখে যার নূরানী হাসি
থেমে যায় মোহময় সুরের বাঁশি
দেখে যার ভিন্ন চাল
হয়ে যায় সবাই স্থির- বহাল;
দেখে যার চেহারা মাসুম
হয়ে যাবে ফেরেশতারাও গলে মুম
তাইতো বলি, শান্তিতে তুই রবি
হাসিই হলো তোর প্রতিচ্ছবি।