মোহাম্মাদ মোহাম্মাদ মোহাম্মাদ
পেয়েছে সবাই তোমারি কর্মের স্বাদ
ইয়া মোহাম্মাদ।
হলে তুমি প্রেরিত পুরুষ
পৃথিবীর বুকে শেষ মহাপুরুষ।


দেখিয়ে দ্বীনের আলো
দিয়েছো তুমি আশার কিরণ জ্বালো
যে চলবে তোমার দেখানো পথে
কভু যাবে না সে বিপথে
করবো মোরা স্বীকার তোমার বাণীকে
হবো না গুনাহগার না মেনে একে
করেছো তুমি যে ত্যাগের স্বীকার-
ভুলবো না তা, আর
বাধ্য হয়েছিলে দেশত্যাগে
নিয়ে নয়নে অশ্রুবেগে
নোয়াও নি মস্তক
ধর্ম ছিল উচ্চে-
কিন্তু বিশ্বাস ছিল সর্বোচ্চে
তোমার সে বলীদানে
আছে সুবাস ঘ্রাণে ঘ্রাণে
দেখে তোমার উজ্জ্বল মুখমণ্ডল
যেন কামারকেও লেগেছে কাজল
করেছো ধর্মের সবি
তাই হলে তুমি ধর্মের ছবি
নেই কিছু আর আমার
আঁকড়ে রাখবো সবই তোমার
চলবো তোমারি দেখানো পথে
তোমার ধর্ম- বিচারের সাথে।