হৃদয়ের এক কোণ
গতি প্রবল
এমনই এই কোণ
স্বপ্ন বিরল
দেখিবো আকাশ খানি
রয়েছে সেথা
কি ছন্দের লীলাবাণী
যাবো কি, যেথা
রয়েছে শান্তিরবাণী
ষড়ঋতুতে
অভিন্ন বসুধা দেখে
বসি মনে ছবি এঁকে
দিন ও রাতে
আসবে কি ফরমান?
বিভাবরীতে,
স্বর্ণতরীতে,
বাজবে কি সারিগান?
হেলালের ন্যায় তারা
ছায়ার পরশে ভরা
রাত কি দেবে
না চলে যাবে
পাথারকোণে
মরুউদ্যানে
পাবে কি পরিপক্বতা
অর্জিবে কি আত্বিকতা
হৃদয়ের কোণে ঝেঁকে
দেখিবো না কিছু বেঁকে
বাজাবো সাম্য
করি এ কাম্য
ভুলে সব বর্বরতা
মানিবো সংযমতা
খেলা করে ভাগ্যঘড়ি
প্রবল স্রোতের দড়ি
সাহিত্যের লীলারূপী
এ বিশ্বধরণী মাপী
প্রাচুর্যসাজি
বসুধাআজি
নৃবিদ্যা জ্ঞান দীক্ষাতে
হবে কি বসুধা
নন্দনকানন এতে
মিটে না ক্ষুধা
বাড়লো উল্টো পিপাসা
মতিহরণে
মুছে গেল সব আশা
ধুলিচরণে
কাম্য গেল টুটি আজ
বিশ্বাসে করিবো কাজ
প্রভাত থেকে
বিভাবরীকে
আলাদা না করে আজ
খুলিবো ডানার ভাজ
গড়িবো রঙিন কাব্য
যাতে হবে সব সভ্য।


বি:দ্র: বিভাবরী অর্থ- রাত
নন্দনকানন অর্থ- স্বর্গের উদ্যান
পাথারকোণে অর্থ- সমুদ্রের নিম্মভাগে বা কোণে
হেলাল অর্থ- নতুন চাঁদ