কে, কোথায় বেগে মহান ?
জানো কি, কে কত মহীয়ান!
বলছি সময় তাঁর নাম
চলমানতাই যার কাম
নেই যার স্থিরতায় রুচি
হলো সে ধৈর্য্যের কচি
পারবে না হারাতে এর চাকাকে
করে নেবে নিচু, নিজ মাথাকে
তাই ওকে করে নাও সাথী
জ্বালিয়ে রাখতে পারবে জীবনের বাতি
হলো সে ভিন্ন প্রকাশ
নেই যার দৃশ্যমানতার আঁশ,
তবে করে তাকে অনুভব
করতে পারো তুমি বিপ্লব
এভাবে পৌঁছাতে পারবে এভারেস্টের শিঁখরে
অবহেলা করিলে যেতে পারো মরে
তাই বলি করো না সন্দেহ
হয়ে যাও এর দোসতহ;
করে আচার- বিচার
করো এর সদ্ব্যবহার
পারলে কিনে নাও ঘোড়া
হয়ে যাও এর সাওয়ারা;
মেনে সব পাহারা
এগিয়ে যাও, নেই কিছু গাঁড়া
অবশেষে সময় দেবে না মার
যদি করো সম্মান তাঁর।