নীল আকাশের নিচেই
বেঁচে থাকবো সদা, হয়ে শুধু তোমারই
তোমাকে সাথে নিয়ে পড়বো কবিতা
যেখানে লেখা থাকবে আমাদের প্রেমের সমতা
অসহায় দৃষ্টিতে,যখন দেখো তুমি তাকিয়ে আমার দিকে
তখন এ মন বলে, শক্ত করে জড়িয়ে ধরে রাখি তোমাকে
আমার সুন্দরী প্রিয়তমা, মনের রানি তুমি
জীবনে এখন আমার একমাত্র সঙ্গিনী তুমি
মনে রেখো, আমি থাকতে স্বয়ংসম্পূর্ণ তুমি।
তোমার হৃদয়ের বন্ধনে আবদ্ধ আমি।
"ভালোবাসার এক নদী তুমি"
যেখানে সবসময়ই ভেসে থাকতে চাই, -আমি।
আরো মনে রেখো, এ ভালোবাসা বাড়বেই
আমার জীবনের সাথে- "তুমি জড়িয়ে থাকবেই"।