আকাশে মেঘের ঘনঘটা যখন,
মেঘলা আকাশ ভিজবে তখন।
বৃষ্টি পরে টাপুর টুপুর,সকাল বেলা
মনে হয় সন্ধেদুপুর।
গ্রাম্য ছেলে মাতবে যেন ঈদের
আনন্দে, পাঠশালায় তার যেতে
হবে না ভাবে সানন্দে।
কৃষকের মুখে যেন সোনালী হাসি,
দেখে যেন মনে হয় খুবই উদাসী।
সবুজে শ্যামলে যেন মাঠ ভরা ধান।
গ্রাম্য বাউল গাহে,
উল্লাসের গান।
হাসিমুখে পাল তুলে মাঝি করে
পারাপার, অনাকাঙ্খিত বৃষ্টি
আসে বারবার...।।।