স্বাধীনতা তোমার জন্য,
আমাদের কাগজ কলমের ঘর্ষণে,
তৈরি হল কত গান,
কত কবিতা,
তবু তুমি আমাদের হলেনা!!
স্বাধীনতা তুমি অবহেলিত মানুষের নও,
মৌলিক অধিকার হারা মানুষের নও,
পিতা -মাতা হারা পথ শিশুদের নও,
অবহেলিত-লাঞ্ছিত মানুষদের দেখে,
ঠাট্টার ছলে বলে ওঠো ভাগাড়ে যা,
ভীষণ দুরগন্ধ আমাদের শরীর।
হে স্বাধীনতা আজ তুমি বড়ই নিরবিকার,
তোমাকে হস্তের মুঠোই করে,
ঘুরছে পুজিবাঁদি সমাজের,
একদল ভণ্ড সমাজসেবক!!
তোমাকে দোষ দিবনা,
তোমাকে কলঙ্কিত করবোনা,
শুধু আক্ষেপ থেকে গেল,
যে মানুষ গুলো তোমাকে পাবার জন্য,
নিজ রক্তে ভাসিয়েছিল,
পদ্মা-মেঘনা-যমুনা।
তুমি তাদের হলেনা!!!