ছাড়া কি পেয়েছে,আলাদিনের চেরাগ বন্দি দৈত্যটা
কবিতার চরণে পাচ্ছি না খুঁজে,যাতনা যতনের যন্ত্রণা
শাঁকচুন্নিরে কি আটকাতে পেরেছে,পুরোহিতের মন্ত্রটা
গোলকধাঁধায় আটকে সবই,এ কোন অদ্ভূতুরে ঘটনা
ছিড়েছে নাকি ঠাকুমার ঝুলি,জানো কি কেউ সত্যটা
বাস্তবতারে আড়াল করছে,নিছক কিছু কল্পনা
সিন্দাবাদের ভূতটা নাকি,কারো কাঁধই চাড়ছে না
উল্টো পথটা সোজা ভাবার,যাত্রী সংখ্যাও কমছে না