আমরা ফসিল
ফয়েজ আহমেদ রাজু


হাজার বছর ধরে আমরা নিজেদের তৈরি করছি
ঘুটঘুটে আঁধারের গর্ভে,করছি বসবাস
মাটির সাথে লেনাদেনায় অভ্যস্থ হয়ে গেছি
জানো এথায় পোকামাকড়ের প্রচন্ড উচ্ছ্বাস


আলো পাইনা,বাতাস পাইনা,দম আটকে আসে তায়
তবুও না আমাদের ইচ্ছের গাছটি বড় হতে চায়
আমাদের গলিত প্রাণ এখনও স্পন্দিত হয়
অভিমানে ভারী হয়ে আছে আমাদের হৃদয়
তবুও অহর্নিশি আমরা তৈরি হচ্ছি


না,আমাদের সাথে পৃথিবীর যোগাযোগ নেই আমরা যে মৃত
পৃথিবী-তো তোমাদের
পৃথিবী আমাদের মনে রাখনি
তাই আমরা তৈরি হচ্ছি তোমাদের জন্য
উৎসর্গ করেছি মৃত পঁচা দেহটাও
হ্যাঁ,আমরা ফসিল,হাজার বছর ধরে তৈরি হচ্ছি
হ্যাঁ,আমরা সেই প্রজাতি
যাদের বিলীন করেছ তোমরাই হাজার বছর আগে