কেনা বেচা
ফয়েজ আহমেদ রাজু


কি বেঁচো ভাই,ধরেন নামাই।
বলো মুখে,ধরেন না ছাই!
কেনো শুনি,নিবেন বেছে,
দরকার যে নাই,তাহলে যাই।


আরে শুনো একটু দাঁড়াও,
কথা কওয়ার সময় যে নাই!
কিসের এতো তাড়া তোমার?
শেষের বিক্রি রাত বারোটায়।
বললে নাতো কি সে মাথায়?
খবর বেঁচি যখন যা পাই।
সত্য নাকি মিথ্যে সে সব!
এতো ভাবার সময়তো নাই।


যে চায় যেমন তেমন করে
খবর বেঁচি তারই কাছে,
যাচাই এর আর দরকার  কি হয়
সে খুশিতো সেটাই ছাপায়।
তুমিই বলো এ কাজ কি ঠিক
ভুল জানিয়ে বোঁকা বানাও?
যারা বোঁকা আদিম থেকে
তাদের তরেই খবর বানাই।