মার্জনা
ফয়েজ আহমেদ রাজু


নিজ মনে বসি,কত হিসেব কষি,
পাই না তেমন যুক্তি
কি করিলে বিধাতঃ,পাইবো অগাধ
মার্জনা মাগিবার শক্তি


চিত্তের ভৃত্য হইয়া চলেছি আজন্ম সদা জানি
তোমা' স্মরিয়া লোচন ভিজেনি কাঁপেনি হৃদয় খানি


প্রতিটিক্ষণ,যা চেয়েছে মন
সাধন করেছি তাই
সে সাধনায় মোর,অষ্ট প্রহর
তুমিতো কোথাও নাই
করেছি প্রাণপণ,নাট্য আয়োজন
নাহি মানিয়াছি তোমায়
কি করে আমি হীন,শুধিব তোমা' ঋণ
মরি আমি লজ্জায়
প্রার্থণা মম তোমা' সমর্পণে করি এ বন্দনা
মোরে নিজ হালে নাহি দিয়ো ছেড়ে মাগিছি করুণা