মরণ কাব্য
ফয়েজ আহমেদ রাজু


আমি একটি নদীর মৃত্যু দেখেছি,
তার বুকে ভাসতো অসংখ্য কস্তূরী ফুল,
সে ছিল আধার সহস্র প্রাণের,
তার তীরে ছিল আবাদি ক্ষেত,বৃক্ষ অঙ্গন,
রক্তিম ফুলেল স্বাগতম-এ ভোর হাসতো,
কৃষ্ণচূড়া,পলাশ,শিমুল গালিচা পেতে থাকতো।
আমি সেই নদীটার-ই মৃত্যু দেখেছি,
যার কলতানে ভেসে আসতো আশার বাণী
যার কৃষ্ণাভ জলে জ্যোৎস্না ঝলমল করতো,
যাকে ঘিরে উৎসব নেমে আসতো।


আমি সেই নদীটা কেই মরতে দেখেছি ধীরে ধীরে,
প্রাণের স্পন্দন দেখছি বিলীন হতে,
প্রকৃতির উৎসাহ কে দেখেছি বিলুপ্ত হতে,
প্রচ্ছন্ন সুরেলা সঙ্গীত শুনেছি হারিয়ে যেতে,
আমি নির্বাক, বিমূর্ত চিত্তে তাকিয়ে ছিলাম।
আমি সেই নদীটার-ই মৃত্যু দেখেছি,
যার মরণ কাব্য লিখেছে সে নদী।।