নীড়
ফয়েজ আহমেদ রাজু


আমি গাইতে পারি চাঁদের গানটি
হাঁসতে পারি অঝোরে
বৃষ্টির ফোঁটা গুনতে পারি
স্বপ্নের মালা বুনতে জানি
নিস্তব্ধ এই ইট পাথরের শহরে
আমার ভালো লাগে সে অসংগতি
যাহা প্রথা ভাঙিয়া প্রথা গড়ে নতুন
আমার ভালো লাগে এক ভীষণ
শৃঙ্খলহীন আউলা জীবন
বাধা নিয়মের রসিকতা,মুক্তির চরম আকুলতা
অসমীচীন হঠাৎ মৃত্যু বরণ
আমি তুচ্ছ করি যত বিড়ম্বনা শত
রিক্তবক্ষের গভীরতর জখম
বিলাসিতা নয়,প্রাপ্তিও নয়
পরিতৃপ্তি আমারই যে বড় অহম
আমায় ছুঁতে পারে না দীনতার ঐ রূঢ় পরিহাস
আমি জীবনের ভিড়ে জীবন যাচি
সুন্দর প্রাণের হাঁসি খুঁজি
মেকিত্বকে বৃদ্ধাঙ্গুল দিয়ে জানাই উপহাস


তুমি কি গাইতে পারবে আমার সুরে গান
কবিতার আবেগে কি ভাঙে তোমার অভিমান
তুমি কি অদৃষ্টকে উপেক্ষা করে
আমার রিক্ত বক্ষে মাথা রেখে
গাইতে পারবে বর্তমানের গান
তবে জেনো হে সখা
তোমার মাঝেই শুরু আমার
তোমাতেই হবে অবসান