অমর বাণী-৩
ফয়েজ আহমেদ রাজু


কাহারে ভাবিস শ্রেষ্ঠ বল,উত্তম কে তোর চেয়ে
তোকে বাঁচাইবে প্রভু বিনে বল এমন কি কেউ আছে
তবে কাহারে ভাবিয়া এত বিড়ম্বনা,এত এত সংশয়
নাকি বস্তুবাদী দুনিয়াখানার স্বার্থ হারানোর ভয়
যদি সমাজ ভাবিয়া নিজস্বতারে করে যাস বিসর্জন
ক্ষণকালের এই যাপিত জীবনে তোর কি হইবে অর্জন
যে তোরে করেছে তুচ্ছজ্ঞান আত্ম অহমিকায় ভুলি
পড়ে দেখ তার ইতিহাস খানা সেই মানবতার খুনি
সে পারেনি কভু ডিঙাইতে যে বাঁধ পারে নাই দিতে পারি
সেই ব্যর্থতার তীর ধনুকে সে স্বপন মারিবে তোরই
তাই শুনো হে বন্ধু বলছি তোমায় করছিনা উপহাস
যদি আপনারে তুমি না চিনিতে পারো হইবে সর্বনাশ