অমর বাণী-২
ফয়েজ আহমেদ রাজু


সত্য কহিতে মুসলিম-এর আজ থরথর করে বুক কাঁপে,
বলতে গেলেই হাত-পা জড়িয়ে তাই ভদ্রতা ধরে মুখ চেপে।
পদতলে তোর ভদ্রতা পিষি,আমি থুক দেই তোর বুক-পিঠে,
কাপুরুষ তুই বর্বর খুব, ইসলাম নেই তোর চেতনা তে।
যে মান বাঁচাইতে নীতি বেচিলি হায়, আত্মা বিকাইলি মৃদু হেসে,
সে মান-ই দেখিবি গলা চাপিবে তোর আশ্রয় নিয়েই তোর গৃহে।
কি লাভ যে তোর বাঁচিয়া থাকিয়া যদি নিষ্ক্রিয় রাখিস বিবেক খান,
অচিরেই তোর হৃদয় বনিবে নৈতিকতার গোরস্থান।