তুমি পাশে নেই বলে জোৎস্না রাতের চাঁদ বরো বিষন্ন লাগে,
তুমি পাশে নেই বলে ছন্দহীন কাশফুল গুলো, অভিমানে থমকে থাকে,
তুমি পাশে নেই বলে মেঘহীন রুহ্ম আকাশ, বরো হাহাকার করে,
তুমি পাশে নেই বলে দিগন্তের রুপালি আভা, কুয়াশায় কেঁদে চলে,
তুমি পাশে নেই বলে পাপড়িহীন গোলাপ গুলো, বরো অসহায় লাগে,
তুমি পাশে নেই বলে স্রোতসিনী প্রবাহগুলো, বাতাসে আর জেগে ওঠে না,
তুমি পাশে নেই বলে সবুজ অরণ্য আমায়, আর পাশে হাতছানি দিয়ে ডাকে না,
তুমি পাশে নেই বলে ভুলে থাকা কষ্ট গুলো, আবারও মাথা চাড়া দিয়ে ওঠে,
তুমি পাশে বলে তোমারি স্মৃতি গুলো আবারও আমার মাঝে জেগে ওঠে।
কবে আসবে তুমি?
কবে তোমায় করব গ্রহণ, এই বুকে চীরতরে?
নাকি এভাবেই চলে যাবে প্রহর, চলে যাবো আমি?
মায়ার বাধন ছিন্ন করে, এই পৃথিবী বিদায় দিয়ে।