হে প্রিয় জননী আমার, আমি ভুলিনি তোমার ভালোবাসা ,
আমি ভুলিনি তোমার স্নেহ-প্রীতি আশা ।
বারংবার আমার তরে, সয়েছ তুমি কতো আঘাত !
আমায় বাঁচাবার তরে, তোমার গায়ে পড়েছে বেত্রাঘাত !
আমার জন্য শুনেছো তুমি, হাজার গালমন্দ বকাঝকা,
আমারি জন্য হয়েছ তুমি, সহস্র অপমান অসহায়ে একা !
নিজে না খেয়ে আমার জন্য, ভালো খাবারগুলো রেখেছো জরো করে ,
মাদ্রাসা হতে আসবো কবে, এই আশে দিন গুনে গিয়েছো আমার তরে !
নিজে না খেয়ে ডিম-দুধ-কলা, পাঠিয়েছো আমায় ;
মনে মনে ভেবেছো তুমি, পুত্র যেন দুধ ভাত পায় ।
আমার অসুখে পাশে বসে তুমি, নিদ্রাহীন জেগেছ রাত্রি ভর ,
আমার সুস্থতার আশায়, সেবিতে সেবিতে রাত্রি করেছ ভোর !
আমার জন্য হাজারো দোয়া, করেছো খোদার শানে ,
আরোগ্য দাও পুত্রকে মোর, করজোড়ে এই বাসনাই ছিল তোমার প্রাণে !
টানাপোড়নের সংসারে তবু, আমার ইচ্ছে রাখোনি অপূরণ ,
দুলাল দুহিতার কথা ভেবে তুমি, ভুলে গেছো আপোনার প্রয়োজন !
সন্ধ্যা হলো সেই কখন, এখনো আমি ঘরে আসিনি কেন ?
সংশয়ে দুশ্চিন্তায় খোদার পানে বলেছ, আমার ছেলের বিপদ না হয় যেন!
মাগো তোমার এই স্নেহময় ভালোবাসা, স্মৃতিতে আমি রেখেছি যতনে ;
আমি অকৃতজ্ঞ নই ভুলে যাবো ভালোবাসা, হৃদয় মাঝে রেখেছি সংগোপনে !