অজস্র দুরুদ-সালাম, জানাই প্রিয় আহ্-মাদেরি তরে ;
হৃদয়ের সকল প্রেম-ভক্তি, দিয়েছে তোমার চরণে পরে ।
আমার চোখের জলে, মুছে দেবো তোমার পদধূলি ;
তোমার পায়ে চুমু দিয়ে মোর, অধর পেয়েছে সত্যের বুলি ।
তোমার নূরের রৌশনীতে, এই ধরাকুল হয়েছে ধন্য ,
এই মহাবিশ্ব সৃজিল প্রভু, শুধুই তোমার জন্য ,
তোমার নামের মালা গেঁথে যায়, ফুলে ফুলে ঐ মৌমাছি দল ;
তোমার শানের গ'জল ধ্বনি, কোকিল তানে বইছে প্রবল ,
তোমার দেহের সুবাস যেন, জান্নাতেরই খুশবু ;
তোমার খাদেম হতে যদি, পেতাম আমি কভু ।
মুক্তি কেহ পাইবেনা তো, তোমার শাফা ছাড়া ;
তোমার প্রেমের আশেক যারা, গুলবাগিচায় থাকবে শুধু তারা ,
তোমার সেবায় থাকতে আমি, চাইগো পরকালে ;
আমায় তুমি রাইখো মনে, কঠিন নিদান কালে ।