জয়-পরাজয় ক্ষণিক খেলা,  
নিয়তির রথ চক্রের ঢেলা।  
স্বপ্নের সেতু, বিভ্রম মায়া,  
ধন-দরিদ্রে ভেদাভেদ ছায়া।  

সমাজ বয়ন অসম সুতো,  
কেউ বা শাসক, কেউ অবুঝ নতো।  
বৈষম্যের দেয়াল শক্ত বাঁধ,  
গরিবের স্বপ্ন চাপা নীরব সাধ।  

তবু যে জল, সমান ধায়,  
স্বচ্ছ পাত্রে আলো জ্বালায়।  
ঘোলাটে হলে, সন্দেহ জাগে,  
অন্ধকারে বিভেদ লাগে।  

এসো তবে, তরঙ্গ হই,  
বাঁধ ভেঙে আলো রই।  
সাম্যের দীপ হাতে তুলে,  
অন্যায়ের শৃঙ্খল খুলে।  

পৃথিবী হোক সুন্দর নীড়,  
ভেদাভেদ ভুলে আপন চিত্ত।  
নির্ভীক চলো, হাত ধরো,  
বৈষম্যের বাঁধ ভেঙে চলো!