সেদিন না ছিল কোনও ভাষা
শুধু দেখা নয়নে-নয়নে-
অব্যক্ত কথা সব অশান্ত পলকে।


কে তুমি আড়ালে এলে নির্বাক শয়নে?
না বলা কথা নিয়ে অশ্রুত মরমে?
আমি যে শুনি-
নিঃসৃত ধ্বনি একই তালে মিশে-
‘ভালবাসি ভালবাসি’ সুরে যায় বীণা বেজে।


কে তুমি ঘুরেছ অনন্ত পথে পথে?
নীরবে নিমিত্তে, প্রহরে, নিশীথে?
আমি না দেখি সখা-  
না চিনি যে তারে-
একাকী অপ্রকাশ, নির্জন নিবাসে।


কে তুমি স্বতন্ত্র, দেখা দিয়ে আমারে?
আপন করে নিলে আমায় জাগাতে?
রাঙ্গিয়ে স্বরূপে দেখালে যে সূর্য পথ-
অভিন্ন পৃথিবী যেথায় আবর্ত নিরন্তর-
আমি যে দেখি-
আলো রূপে শুধু জ্বলে-
‘ভালবাসি ভালবাসি’ নিশ্চল প্রতিবিম্বে।


নয় কোনও দ্বিধা তবে অনুদিত হৃদয়ে,
ভাষা শুধু কথা হয়-
‘ভালবাসি ভালবাসি’ নির্বিশেষে।