আজানের ধ্বনি জাগাইলনা আজ আহবানে,
পড়িতে নামাজ হেথা মসজিদের পানে,
নির্মল করিয়া সব পঙ্কিলতা মনে,
মোনাজাত ধরিয়া হৃদে প্রভুর স্মরণে।


কত জুম্মা চলিয়া যায় তব নিথর নীরবে,
প্রাঞ্জল হয় না ময়দান আর নামাজীদের ভীরে!
জানিনা হেতা আজ খুতবার বাণী,
গাহিতেছে কি ইসলামের বিজয় সারণি?
ঢালিতেছে কি শুধা শত জীর্ণ হৃদয়ে,
প্রতিধ্বনিত হইয়া মসজিদ মিম্বরে?


বহুবার আমি শুনিয়াছিলাম জুম্মার সেই আজান,
সুরে-সুরে-সুরায়িত ছিল মহিমান্বিত সেই টান।
ছুঁইয়ে দিইয়ে তাঁর মর্ম বানী, জাগাইতো এই প্রাণেরে,
বহিয়া লইয়া আসিত যেন সদা মহালকের সত্যরে।


আশা জাগে মনে শুনিব আবার মুয়াজ্জানির আজান,
জুম্মার কাতারে দাঁড়াইয়া বলিব আল্লাহ চির মহান।
ঈদের আনন্দ আনিবে জুম্মা আমাদের এই নগরে
জামাতে মোরা একসাথে হব করোনা কালের পরে।


ফারহানা রুনা, যুক্তরাষ্ট্র।
জুলাই ৯, ২০২০