আম্র মুকুল ঘ্রাণ!
বিজন বাতায়নে!
প্রাণ’পরে ডাক দিয়ে যায় কি
অন্তর জগন্ময়?
রুদ্র, প্রখর, তপ্ত দহ-
কি বিস্ময় আর রঙের আবর্ত!  
নিস্পন্দ রূপবতী আষাঢ়ের ধারায়,
নিরঞ্জনা ঈশ্বরী আশ্বিনে র মায়ায়।
রিক্ত হৃদয় পূর্ণ করে অগ্রহায়ণ,
সিক্ত বদন সমর্পিত পৌষের মল্লার।


কি আনন্দ!কি ছন্দ!
কি বৈভব!কি সৌরভ!
কি পূর্ণতা!কি রিক্ততা!
তবুও কিছু দ্বিধা আর সুপ্ত ব্যর্থতা!
বুঝিনি এমনি বারে বারে,
অবগুণ্ঠন সরাতে ফাল্গুনের দ্বারে,
নিরন্তর ডাকে যে অন্তর্যামী
আপনারে খুঁজতে।


তব এই প্রাণ নিবেদন করে-
ভাষার পল্লবী সুষমা গেঁথে-
প্রাণ ভরে নিংড়ে আমের বোলের সুবাস,
শেষ পত্র লিখি অতৃপ্ত অনুচিন্তনে।