মন জানে কি সাধন করে লালন?
সাধিত মন না চিনে যে আপন!
চোখ দেখে কি আপন আলোয় দীপ্ত স্ফুলিঙ্গ?
কান্না জাগায় অশ্রু জলে নিত্য প্রলিপ্ত!
সুপ্ত বানী হৃদয় জুড়ে সত্য নিরিখে,
মনের মাঝে অবরুদ্ধ সদাই বিঁধে যে!
প্রকাশ তোমার এত কেন ছল?
অগাধ তুমি অপ্রকাশে অতি আড়ম্বর!
নিছক তবে নির্বিশেষে শাশ্বত নির্মাণে,
হয় না প্রকাশ স্বরূপ তোমার আপন সৃজনে?