আমি সেই ছেলেদের দলে-
যারা ডাঙ্গুলি থেকে গুলি ছুড়ে
হাতের মুঠোয় সন্ধ্যাতারাকে ছিনিয়ে নিতে চায়।
রাতভোর করে
শুকতারার পাশে প্রিয়জনের ছবি আঁকে। বেলি বকুলের গন্ধ মাখে।
ওরা দুর্দমনীয়, ওরা কল্পনায় উল্কার বেগে ছোটে।
ওরা গ্রহ থেকে নক্ষত্রে, ছায়াপথ ধরে পৃথিবীর বলয় ঘুরে- ইউরেনাস, নেপচুন, প্লুটো ছাড়িয়ে যায়।


যেদিন প্রভাতে সূর্যালোক স্পর্শ করতে পারবে, সেদিনের সোনালী আলোয় ছেলেরা ঘরে ফিরবে।
আমি সেই ছেলেদের দলে।