আঁখির জলে ভাসায়ে নদী
আকাশতলে বাদল গেছে মিশি।
এবার কী তবে নামবে জলে
সন্ধ্যাঘাটে আকাশপারের পরী?


অস্তে নেমে গূধোলীতলে
ডুবে গেছে
নীল গগনের স্বর্ণাভ রবি।


আন্ধি রাতে গেছে ফিরি
ভরা দুপুরের রঙ্গিলা বাতি
যাবার বেলা মাথায়
কালো আঁচল পরি।


এবার কিষে তুলে নিবে
এই কালো উত্তরী?
দিগন্তে ফুটে দ্বাদশী শশী
ঘোর আঁধারে ঢলে পড়ে চাঁদিনী।