আসিলে উতাল বৈশাখ
আনচান মন
কেন যে ভিজিতে চায়।
দু ফুটা অশ্রু ঝরে
বাদল পাঁড়ের শিখরচুড়ায়।
বিদায় বেলা জলের মায়ায়!


যদি আঁধার কেটে
তৃত্বীয়া তিথি
পঞ্চমীতে ফোটে
লয়ে জোছনা কলি।  
হয় দ্বাদশী
হয় পূর্ণিমা শশী।
তবে কেন ফিরে থাকায়  
মধ্যরাতের কাল জলে
বিদায় বেলা জলের মায়ায়?


সব কেনর কেন যে
- বুঝে ওঠা দায়।