বুকভরা গীত সাগরে
জলপরী নাচে গীতকলি ছন্দে  
উড়াল দেয় মেঘমুলুকে তরঙ্গে।
রূপকথার পানশী ভিড়ে
দূর গগনের নীল্ কমল পারে
এলো ফিরে জল ছিটে চন্দ্রঘরে।

নির্বাক গোলাপ ফুলবনে
এই বুঝি সাগরতলা  
গানে গানে মহিতলে
ঝরে পড়ে বৃষ্টিজলে!


চাঁদ ভাসে চাঁদিনী ভেলায়
নেমে এসে ঝিনুক খুঁজে
সারা বিভাবরী এই আন্ধি মহিতলে।