মাহে রমজানে ও নিথুয়া চন্দা রে
জলপরী তোমার রইছে জলে।
তুমি নাইবা নামিলা সাগরতলা  
নেমে আসো আধো আঁধারী সান্ধ্যে  
উছলে পড়ে ইফতারের পেয়ালা
নির্ঝর ভেসে যাও ওরে নীলা জোছনা।
  
গোধুলি ঢলে পড়িলে আঁধারো গহনে  
মহি তুমি খোঁজে নিও আন্ধার কুঠিরে।
মাটির সুরে জ্বলে আসোগো চাঁন্দেরো বাতি
জানে ঐ রুপালি চাঁদিনী জানে রজনীগন্ধা
কত যে সুরেলা অন্তরা এই মধু যামিনী।


গম্ভীরা বীণার নিশিত অন্দরে
সুরের ভিতরে রাগ রাগিণীও
জানিনে কোথা সে গহন স্বপ্নচারিনী।
জানিনে গগনপারে তারার মেলা
ওগো জানিনে কোথা কোন
ঝিল নির্ঝরে বিহরে সে চাঙ্গায়নী।  
কাছে আসো আরো কাছে
বলি তোমায় কানে কানে
কোন সে নীলে
বিরাজে তোমার জলপরী।


সময়ের মরমে গাঁথা
কইলে সে সোহাগী কথা
ডাগর নয়না হুরী
বেয়ে আসে ছাল ছাবিলা।
তাই বলি - সিন্ধু তুমি ছুঁইওনা
ওগো চন্দ্রমা জল আনতে
তুমি ওই বাঁকা ঘাটে যেওনা।