পানি বিনা বেগবান আকাশনীলা
ছুটছে নক্ষত্র ঝর্না জলের কিনারে।  
আঁখি তারায় সুরমা তিলক
নিবিড় রাতের কুসুমে কাজল চমক।
এরই মাঝে পড়ে ঢলে জল বিনা
পূর্ণিমা শশী এক ফোটা শিশির আদলে।


গেল দিন পোহালো রাত
কতনা গ্রহ গ্রহাণু তারা ভানু  
আলোয় মেতে ঝরে ছায়াপথে
স্নিগ্ধোজ্জ্বল রুপালি ঝালরে ছাঁদা
এলো ঐ শূন্য কলসি তুলে কাঁকে।


গোল কলসি কলসি তো নয়
সৌর লীলায় খেলি গোলাকার
যেন ভাগ্যঅন্বেষী গ্রহমালার
হৃদয়ের গাঁথুনি মায়াবী চাকতি
অজস্র গ্রহরেখায় ভাসমান পাঁতি।
লাগিলে সৌর হাওয়া বাজে বীণা
ঝরে ফুলের পাপড়ি এমনি তন্বী।
সুতনু গ্রহাণু নিরেট বাহুডোরে বহে
ছুটে এসে পেলনি কোনও তিল ঠাঁই
কিঞ্চিত ফাঁকে ঐ ঝিনুক বাঁধা ঘাটে।


বার বার ফিরে ঘুরে দাঁড়িয়ে
পেলনি ফেরার নিখুঁত বৃত্ত খাঁটি পাই (Pi)
শীর্ষবিন্দু বল না হয় বলেন অনিন্দ্য
নীলাম্বরের ভালে চমক চন্দ্রবিন্দু
এই বাঁকে পায়নি পার কোনও সিন্ধু।


এই জ্যামিতিতে ধরা নিখিল ধরা  
তাই বলি হাতে ধরি চাঁদিনীমালা
জোছনা ধারায় ঢলে পড়না।
সিন্ধু তুমি ছুঁইওনা
ওগো চন্দ্রমা জল আনতে
তুমি ওই বাঁকা ঘাটে যেওনা।