দিনের সূর্য সারাদিন রঙ ঝরে
ঝরে পড়ে সন্ধ্যাঘাটে
ডুবে যায় দীঘল কাজল জলে।

ঐ যেখানে, যে নিকষ কালো
দেখেনি কোনো কালবৈশাখী ঝড়ে।
সারাটি নিশি দোলে পূর্ণশশী  
বাঁকা ঢেউয়ে ভেসে চাঁদিনী  
বেয়ে যায় কৌণিক পানসী
ঘূর্ণিপাকে ঐ ধারাল আঁধার বাঁকে।


নিশির ছায় ঢাকা নিলীমা
ছায়ায় ছায়ায় মাথায় তুলি
নীলময়ুরী তারা বীথি
নিল ঢাকি কালোশশী।
দিগন্ত ছেয়ে অকুলে ভেসে খেয়া
ঘাটে লাগবে কী না কেউ জানেনা।  


তাই বলি - সিন্ধু তুমি ছুঁইওনা
ওগো চন্দ্রমা জল আনতে
তুমি ওই বাঁকা ঘাটে যেওনা।